বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

দেশের সব মাধ্যমিক বিদ্যালয়ে ডিজিটাল একাডেমি হবে- প্রধানমন্ত্রী

সম্প্রতি দেশের সব মাধ্যমিক বিদ্যালয়ে ডিজিটাল একাডেমি হবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আগামি ২০৩০ সালের মধ্যে মাধ্যমিক স্কুলে ডিজিটাল একাডেমি ও সেন্টার অব এক্সিলেন্স প্রতিষ্ঠা করবে সরকার।

জানা গেছে, গতকাল বুধবার নিউইয়র্কের জাতিসংঘের ৭৫তম এক অধিবেশনের সাইডলাইনে ‘ডিজিটাল কো-অপারেশন: অ্যাকশন টুডে ফর ফিউচার জেনারেশন’ শীর্ষক ভার্চুয়াল সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা আরও বলেন, করোনা মহামারিতে ডিজিটাল সেবার শক্তি ব্যাপকভাবে প্রকাশ করেছে, একই সাথে বিশ্বে ডিজিটাল বৈষম্য উন্মোচন করেছে। বিশ্বের অধিকাংশ মানুষই ইন্টারনেটে প্রবেশ করতে পারছে না। আমাদের অবশ্যই এ অসমতা দূর করতে হবে। ডিজিটাল কানেক্টিভিটির মাধ্যমে অর্থনৈতিক বিকাশকে সহজতর করা, নারীর ক্ষমতায়নসহ সমাজ পরিবর্তন করাই আমাদের লক্ষ্য।

উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও জানান, ২০৪১ সালের মধ্যে আমরা উন্নত বাংলাদেশ গড়তে চাই। সেই সাথে আমরা আমাদের তরুণদের দিনবদলের যাত্রার কেন্দ্রবিন্দুতে রাখতে চাই।

ডিজিটালাইজেশনে সরকারের নানা কার্যক্রমের কথা উল্লেখ প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১০৩ দশমিক ৪৮ মিলিয়নে দাঁড়িয়েছে। আমাদের ডিজিটালাইজেশন জনগণকে পরিবর্তন হওয়ার বিশাল সুযোগ এনে দিয়েছে।

আনন্দবাজার/এইচ এস কে

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  বিজ্ঞানসম্মত ও আধুনিক বর্জ্য পরিশোধনাগার নির্মাণের নির্দেশ

সংবাদটি শেয়ার করুন