ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৮২ ভাগ পোশাকশ্রমিক

করোনার থাবায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় সকল শ্রেণী পেশার মানুষ। এর প্রভাব পড়েছে তৈরি পোশাক খাতের বেশির ভাগ শ্রমিকের জীবিকায়। সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) ও মাইক্রো ফাইন্যান্স অপরচুনিটিজ (এমএফও) পরিচালিত এক জরিপে দেখা গেছে, ৮২ শতাংশ গার্মেন্টস শ্রমিকের জীবিকায় কমবেশি এর প্রভাব পড়েছে।

জরিপে অংশ নেওয়া বাদবাকি ১৮ শতাংশ শ্রমিক জানিয়েছেন, করোনা তাদের জীবিকায় প্রভাব ফেলেনি। সানেম ও এমএফও গত ১৫ সপ্তাহ ধরে শ্রমিকদের ওপর ধারাবাহিকভাবে জরিপ চালিয়ে আসছে। সর্বশেষ এই জরিপটিতে ১ হাজার ২৬৯ জন শ্রমিক অংশগ্রহণ করেছেন।

জরিপ অনুযায়ী, এক-চতুর্থাংশ শ্রমিক করোনার প্রভাবে নিজেদের কাছে থাকা সঞ্চয় ভেঙেছেন। এছাড়া খরচ চালাতে ধার করেছেন ১৮ শতাংশ শ্রমিক। আয় করতে কোয়ারেন্টাইন ভেঙেছেন ১৫ শতাংশ, বর্ধিত পরিবারের সাহায্যের ওপর নির্ভর করেছেন ৯ শতাংশ, কম খরচের বাসায় উঠেছেন ৪ শতাংশ। এছাড়া অন্য চাকরি খুঁজেছেন ৩ শতাংশ, বাড়ি ফিরে গেছেন ৩ শতাংশ এবং খরচ চালাতে সম্পত্তি বিক্রি করার কথাও জানিয়েছেন কোনো কোনো শ্রমিক।

জরিপে দেখা যায়, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের আগে পরিবারের কাছে টাকা পাঠাতেন ৫১ শতাংশ গার্মেন্টস শ্রমিক। করোনার পর পরিবর্তিত পরিস্থিতিতে এসব শ্রমিকের ১৮ শতাংশ এখন আর পরিবারের কাছে টাকা পাঠাতে পারছেন না। আগের চেয়ে কম পরিমাণে টাকা পাঠান বলে জানিয়েছেন ৫৮ শতাংশ শ্রমিক। অন্যদিকে ২২ শতাংশ শ্রমিক জানিয়েছেন, করোনার পরও তারা পরিবারের কাছে আগের নিয়মেই টাকা পাঠাচ্ছেন।

জরিপে অংশ নেওয়া শ্রমিকরা চট্টগ্রাম, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও সাভারের বিভিন্ন কারখানায় কর্মরত। এর মধ্যে তিন-চতুর্থাংশ ছিল নারী।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন