ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

লাগামহীন নিত্যপণ্যের দাম

করোনা মহামারীতে অনেক সাধারণ মানুষ তাদের কাজ হারিয়েছে। এর ফলে কমেছে দৈনন্দিন আয়। কিন্তু সে তুলনায় ব্যয় তেমন কমেনি বললেই চলে। রাজধানীর বাজারগুলোতে বাড়ছে প্রয়োজনীয় নিত্যপণ্যের দাম। আর এ অবস্থাতে হাত খুলে বাজার করার সুযোগ খুবই কম।

কাঁচাবাজারে এখন মোটামুটি ২০ পদের সবজি বিক্রি হয়। এর মধ্যে মাত্র ৩টির কেজিপ্রতি দর ৫০ টাকার নিচে। এগুলো হলো কাঁচা পেঁপে, মিষ্টিকুমড়া ও আলু। বাকিগুলো কিনতে কেজিপ্রতি ১২০ টাকা পর্যন্ত গুনতে হবে। ওই তিনটি সবজি যে সস্তা, তা–ও বলা বাহুল্য।

রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেটের সবজি বিক্রেতাে আল আমিন প্রতি কেজি মিষ্টিকুমড়া ৩৫ টাকা দরে বিক্রি করছিলেন, যা সাধারণত ২৫ টাকার আশপাশে থাকে। কাঁচা পেঁপের কেজি ৪০ টাকা, যেটা মানুষ ২০ থেকে ৩০ টাকা কেজির মধ্যে কিনতে অভ্যস্ত।

সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে, এই দর গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪৯ শতাংশ বেশি।

আল আমিন জানান, দাম বেশি বলে ক্রেতাও কম। তাঁর পরিচিত ক্রেতাদের অনেকেই এখন কম পরিমাণে সবজি কেনেন। কেউ কেউ পরিবারসহ গ্রামেও চলে গেছেন।

মানুষ কম কিনলেও মূল্যস্ফীতি কিন্তু বাড়ছে। সাধারণত চাহিদা কমলে পণ্যের দাম পড়তির দিকে থাকে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে, আগস্টে খাদ্য মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে ৬ শতাংশের বেশি।

 

 

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন