ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সেপ্টেম্বরের ১ তারিখ থেকে আগের ভাড়ায় ফিরবে গণপরিবহন

করোনাভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে আসন ফাঁকা রেখে যাত্রী নেয়ায় বাড়ানো হয়েছিল গণপরিবহনের ভাড়া। এবার সেটা কমিয়ে পুরনো ভাড়ায় ফিরছে গণপরিবহনগুলো। আগামী ১ সেপ্টেম্বর থেকে শর্ত সাপেক্ষে গণপরিবহনে আগের নির্ধারিত ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ শনিবার (২৯ আগস্ট) নিজ বাসভবন থেকে সড়ক ও জনপথ বিভাগের ঢাকা জোনের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

গত ৩১ মে করোনাভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে সরকার আন্তজেলা বাস পরিষেবাসহ সকল বাসের ভাড়া ৬০ শতাংশ বাড়ায়। তবে সাম্প্রতিক দিনগুলোতে দেখা যায়, গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। ভাড়াও নেয়া হচ্ছে বর্ধিত হারে। সে কারণে বর্ধিত ভাড়া বাতিলের দাবি ওঠায় ‍ভাড়া কমানোর এই সিদ্ধান্ত নেয় সরকার।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন