ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চীনে মুরগির মাংসে করোনা ভাইরাস!

সম্প্রতি ব্রাজিল থেকে আমদানি করা হিমায়িত মুরগির পাখায় পাওয়া গেছে করোনা ভাইরাসের সংক্রমন । চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেন কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। করোনা মহামারির শুরু থেকেই চীন আমদানি করা খাদ্য পণ্যে পরীক্ষা-নিরীক্ষা চলছে।

নিয়মিত পরীক্ষার অংশ হিসেবেই তারা ব্রাজিল থেকে আমদানি করা হিমায়িত মুরগির পাখনা পরীক্ষা করে। এতে মুরগির পাখায় করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। তবে একইসাথে আনা অন্য খাদ্য পণ্যে করোনার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। কিন্তু এ ব্যাপারে ব্রাজিল এখন পর্যন্ত কোন মন্তব্য করেনি।

শেনজেন প্রদেশের স্বাস্থ্য দফতর ঘটনাটি সামনে আসার পর থেকে ব্যাপক সক্রিয় রয়েছে।

জানা গেছে, ওই মাংস যারা স্পর্শ করেছেন, বাড়িতে নিয়েছেন, তাদের সবাইকে চিহ্নিত করে ইতোমধ্যে করোনা পরীক্ষার কাজ শুরু হয়েছে। শেনজেনের মহামারি সুরক্ষা ও নিয়ন্ত্রণ কার্যালয় জানায়, আমদানি করা মাছ, মাংস এবং সামুদ্রিক খাবার নিয়ে সবাইকে আরও বেশি সতর্ক হতে হবে। সংক্রমণ ঝুঁকি এড়াতে সচেতনতা বাড়াতে হবে। জুন থেকে যত হিমায়িত মাংস এবং সামুদ্রিক খাবার আনা হয়েছে বাইরে থেকে, সবগুলো খতিয়ে দেখবে চীনা সরকার।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন