শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীতে আজও হালকা বৃষ্টির সম্ভাবনা, বাড়বে তাপমাত্রাও

রাজধানীর কোথাও কোথাও আজও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। পাশাপাশি গতকালের মত আজও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধির আভাস রয়েছে। রবিবার (৯ আগস্ট) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

ঢাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আকাশ। কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আজ ভোর ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রাজধানীতে সর্ব্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে। সমুদ্র কিংবা নদীবন্দর, কোথাও সতর্কতা সংকেত দেখাতে হবে না।

আনন্দবাজার/ডব্লিউ এস

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে জাপান মন্তব্য করতে চায় না: রাষ্ট্রদূত

সংবাদটি শেয়ার করুন