গেল সপ্তাহের ব্যবধানে দাম বৃদ্ধি পেয়েছে মাছ, মুরগি ও ডিমের, তবে কিছুটা নিম্নমুখী রয়েছে সবজির দাম। কিন্তু অধিকাংশ মাছের দাম কেজিতে ১০ থেকে ৫০ টাকা এবং আকার ও প্রকারভেদে মুরগি দাম কেজিতে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। আর ডজনে ডিমের দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা।
এদিকে অধিকাংশ বাজারে সবজি ভেদে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত দাম কমলেও বাড়তি দামে বিক্রি হচ্ছে শাক। আজ শুক্রবার (২৬ জুন) রাজধানীর রামপুরা, মালিবাগ, মালিবাগ রেলগেট, মগবাজার, শান্তিনগর কাঁচা বাজার ঘুরলে এসব তথ্য উঠে এসেছে।
এসব বাজারে দেখা যায় কেজিতে ৫ থেকে ১০ টাকা কমে প্রতিকেজি টমেটো আকারভেদে ৩০ থেকে ৪০ টাকা বিক্রি হচ্ছে। পটল ৩০ থেকে ৪০ টাকা, ঝিঙা-চিচিঙা-ধুন্দল ৩০ থেকে ৫৫ টাকা, কাঁকরোল ৪৫ থেকে ৬০ টাকা, করলা ও উস্তা ৩০ থেকে ৫৫ টাকা, কচুর ছড়া ৫০ থেকে ৭০ টাকা, পেঁপে ৪০ থেকে ৫৫ টাকা, ঢেঁড়স ৩০ থেকে ৬০ টাকা, কচুর লতি ৪০ থেকে ৫০ টাকা, বেগুন ৪০ থেকে ৮৫ টাকা, কাঁচামরিচ ৫০ থেকে ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, আলু ৩০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।
এদিকে, গত দুই/তিন দিন আগে মুররির বাজারে দাম কমলেও আজ হঠাৎ আবার বাড়তি মুরগির বাজার। তিন দিনের ব্যবধানে কেজিতে ১০ টাকা বেড়ে প্রতিকেজি বয়লার ১৬০ থেকে ১৬৫ টাকা কেজি দরে, প্রতিকেজি লেয়ার ২০ থেকে ৩০ টাকা বেড়ে ২৪০ থেকে ২৫০ টাকা, সাদা লেয়ার ২০০ থেকে ২১০ টাকা কেজি দরে এবং প্রতিকেজি সোনালি মুরগি ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়ে ২৭০ থেকে ২৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
দাম বাড়তি রয়েছে ডিমের বাজারেও, প্রতিডজন লাল ডিম (আকারভেদে) ১০৫ থেকে ১১০ টাকা, দেশি মুরগি ১৬০ থেকে ১৭০ টাকা, সোনালী মুরগির ডিম ১৪০ থেকে১৫০ টাকা করে বিক্রি হচ্ছে।
ছোট মাছ ও ইলিশের দাম অপরিবর্তিত থাকলেও দাম বেড়েছে বড় মাছের দাম। এসব বাজারে প্রতিকেজি কাঁচকি মাছ ৩৫০ থেকে ৪০০ টাকা, মলা ৩৮০ থেকে ৪২০ টাকা, ছোট পুঁটি (তাজা) ৫০০ থেকে ৫৬০ টাকা, ছোট পুঁটি ২৮০ থেকে ৪০০ টাকা, টেংরা মাছ (তাজা) প্রতিকেজি ৬৫০ থেকে ৭৫০ টাকা, দেশি টেংরা ৪৫০ থেকে ৫৫০ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে।
রামপুরা বাজারের এক ক্রেতা জানান,দফায়-দফায় বাড়ছে ডিম ও মুরগির দাম, বিক্রেতারা ইচ্ছে মতো দাম বাড়ালেও দেখার মত কেউ নেই। তিন দিন আগে বয়লারের কেজি ১৫০ টাকা ছিল। অথচ আজ বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। করোনায় মানুষের আয় কমেছে। এখন এভাবে একের পর এক মাছ-ডিম, মুরগির দাম বাড়া আসলে কিসের লক্ষণ?
আনন্দবাজার/এম.কে