মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা সংকটেও বেতন-ভাতায় সরকারের ব্যয় বাড়ছে

করোনাভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকটের মধ্যেও বেতন-ভাতা বাবদ ব্যয় বৃদ্ধির পথে হাঁটছে বাংলাদেশ। ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেতন-ভাতা বাবদ ব্যয় ধরা হয়েছে ৬৫ হাজার কোটি টাকা।

২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জনপ্রশাসনের বেতন-ভাতা বাবদ ব্যয় চলতি অর্থবছরের চেয়ে ৫ হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে। সংশোধিত হিসাবে চলতি অর্থবছরে এ খাতে সরকারের ব্যয় ৬০ হাজার ৭৫০ কোটি টাকা। ২০২১-২২ অর্থবছরে এ খাতে ৭৪ হাজার ৫৩০ কোটি টাকা খরচ হবে সরকারকে। এবং পরবর্তী অর্থবছরে বাবদ ব্যয় গিয়ে ঠেকবে ৮৬ হাজার ৯৮০ কোটি টাকা।

এ প্রসঙ্গে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেন, স্বাধীনতার পরবর্তী সময়ে এ ধরনের একটি ব্যবস্থা ছিল। দেশের পুনর্গঠণের অংশ হিসেবেই সরকারি কর্মচারীদের বেতনের ঊর্ধ্বসীমা বেঁধে দেয়া হয়েছিল। আর বর্তমান সংকটে বিশ্বের অনেক দেশই এ ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে। নিয়মিত বেতন বৃদ্ধিসহ আনুষঙ্গিক অন্যান্য সুবিধা স্থগিত রাখা যেতে পারে। এতে করে এ খাতে সরকারের ব্যয় কমিয়ে আনা যাবে।

সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার বণিক বলেন, সরকারি কর্মচারীদের বেতন-ভাতা কমানোর সংস্কৃতি আমাদের দেশে নেই। এটি যুক্তিসংগত হবে না। তবে এর বাইরে অন্যান্য ব্যয়ে নিয়ন্ত্রণ আনা যেতে পারে। গত তিন মাস সরকারি প্রয়োজনে গাড়ি ব্যবহার কমই হয়েছে। এ খাতে ব্যয় হলে তা যাচাই-বাছাই করে দেখা উচিত। এ ধরনের অপ্রয়োজনীয় অনেক ব্যয় কমিয়ে আনা সম্ভব।

আনন্দবাজার/টি এস পি

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  চীন থেকে সাড়ে ৬ লাখের বেশি গাড়ি তুলে নেবে মার্সিডিজ

সংবাদটি শেয়ার করুন