করোনা পরিস্থিতি বিবেচনায় রেখে সীমিত আকারে মার্কেট-শপিংমল খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিছু কিছু খোলার ঘোষণা আসলেও বেশিরভাগ মার্কেট শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মালিকরা। রাজধানীসহ সারা দেশের প্রায় ৯৫ শতাংশ শপিংমল বন্ধ থাকবে বলে জানিয়েছে দোকান মালিক সমিতি।
শনিবার (৯ মে) বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
হেলাল উদ্দিন বলেন, করোনাভাইরাসের সংক্রমণ যাতে না বাড়ে সেজন্য সারা দেশে প্রায় ৯৫ শতাংশ শপিংমল বন্ধ থাকবে। এ ছাড়া ঝুঁকি এড়াতে অন্যান্য দোকানপাটও বন্ধ থাকবে বলে আশা করা হচ্ছে।
শপিংমল থেকে করোনাভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকায় প্রথমে বসুন্ধরা সিটি শপিংমল বন্ধ রাখার ঘোষণা দেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। এরপর একে একে যমুনা ফিউচার পার্ক, নিউমার্কেট, গাউছিয়া, চাঁদনি চকসহ গুরুত্বপূর্ণ ১১টি মার্কেটের কর্তৃপক্ষ মার্কেট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। এ ছাড়া ঢাকার বাইরে সিলেট, চট্টগ্রাম কুমিল্লা, খুলনা, রাজশাহীসহ প্রায় সব জেলা শহরে ব্যবসায়ীরা শপিংমল বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন।
এদিকে বিশেষজ্ঞরা বলছেন, ঈদের আগে বাজার করার জন্য শপিংমল খুলে দিলে ভিড় বাড়বে। আর এই ভিড় থেকেই বিপুল সংখ্যক মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারেন।
আনন্দবাজার/ডব্লিউ এস