করোনায় প্রভাবে নিত্যপণ্যের দাম বাড়লেও স্থির রয়েছে রাজধানীর সবজির বাজার। তার সাথে একই সুরে সুর মিলিয়েছে মাছ, মাংস ও ডিমের দাম। আজ শুক্রবার রাজধানীর বিভিন্ন সবজি বাজার ঘুরে এমন তথ্য পাওয়া যায়। ক্রেতা কম থাকায় এমনটায় মনে করছেন ব্যবসায়ীরা।
বাজার ঘুরে দেখা যায়, দাম স্থিতিশীল থেকে করলা আগের মতোই ৪০-৫০ টাকা, বরবটি ৪০-৫০ টাকা, শসা ২০-৩০ টাকা, পেঁপে ৩০-৪০ টাকা, পাকা টমেটো ২০-৪০ টাকা, শিম ২০-৪০ টাকা, গাজর ২০-৩০ টাকা, মুলা ১৫-২০ টাকা, বেগুন ২০-৪০ টাকা, পটল ৪০-৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। আর গত সপ্তাহে ১৬০ টাকা কেজি বিক্রি হওয়া সজনের ডাটার দাম কমে ১০০-১২০ টাকা হয়েছে।
মিরপুরের বাজার করতে যাওয়া এক ক্রেতা বলেন, করোনার কারণে অন্যান্য জিনিসের দাম বাড়লেও সবজি বাজারের এসে কিছুটা শান্তি পাই। কারণ সবজির ক্ষেত্রে করোনার তেমন প্রভাব ফেলেনি। কারণ মানুষ এখন তেমন একটা বাজারে আসে না । যার কারণে চাহিদা কম ফলে দামও কম।
এদিকে সবজির মতোই অনেকটা স্থিতিশীল রয়েছে মাছের দাম। আগের মতোই রুই মাছের কেজি বিক্রি হচ্ছে ২২০-৫০০ টাকা। নলা (ছোট রুই) মাছ বিক্রি হচ্ছে ১৬০-১৮০ টাকা কেজি। তেলাপিয়া ১৩০-১৭০ টাকা, পাঙাশ ১৪০-১৮০ টাকা কেজি, শিং ৩০০-৪৫০ টাকা, শোল মাছ ৪০০-৭৫০ টাকা, পাবদা ৪৫০-৬০০ টাকা, বোয়াল ৫০০-৮০০ টাকা, টেংরা ৪৫০-৬০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১২০-১২৫ টাকা কেজি। পাকিস্তানি কক মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৩০-২৪০ টাকা। লাল লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ২০০-২২০ টাকা কেজি। গরুর মাংস ৫৮০-৬০০ টাকা এবং খাসির মাংস ৮০০-৯৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। আর বয়লার মুরগির ডিম গত সপ্তাহের মতোই ৮০-৮৫ টাকা ডজন বিক্রি হচ্ছে।
পেঁয়াজের দাম মাঝ খানে কমলে এর দাম আবারও বাড়তে শুরু করেছে । গত সপ্তাহে পেঁয়াজের কেজি ৩০ টাকায় ছিলো। তবে রোজা সামনে রেখে আবার পেঁয়াজের দাম বেড়েছে। বাজার ও মানভেদে দেশি পেঁয়াজের কেজি এখন বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা।
কারওয়ান বাজারের এক ব্যবসায়ী বলেন, গত সপ্তাহের তুলনায় পেঁয়াজের দাম এখন একটু বাড়তি। রোজার কারণেই মনে হয় পেঁয়াজের এই দাম বেড়েছে। তবে আমাদের ধারণা এবার রোজার ভেতরে পেঁয়াজের দাম আর বাড়বে না।
আনন্দবাজার/রনি