শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় আক্রান্ত বিএসএমএমইউ এর অধ্যাপক

প্রানঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধ্যাপক শহীদুল্লাহ শিকদার। বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া।

তিনি জানান, চর্ম রোগ বিভাগের চেয়ারম্যান ও সাবেক উপ-উপাচার্য ছিলেন অধ্যাপক শহীদুল্লাহ। জীবানুমুক্ত করা হয়েছে শহীদুল্লাহর বিভাগটি। এবং তার সংস্পর্শে আসা সবাইকে কোয়ারেন্টাইন করা হয়েছে।

বিএসএমএমইউ’র একাধিক চিকিৎসক বলেন, বৃহস্পতিবারও অধ্যাপক শহীদুল্লাহ ক্যাম্পাসে তার সহকর্মীদের মধ্যে মাস্ক বিতরণ করেছেন।

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় প্রাঘাতী এই ভাইরাসে নতুন করে একজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১১২ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩৩০ জন।

আনন্দবাজার/এস.কে

আরও পড়ুনঃ  রেকর্ড ভেঙে দেশে সর্বোচ্চ রোগী শনাক্ত

সংবাদটি শেয়ার করুন