রবিবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বেইজিংয়ের কাছে মূল্য পরিশোধে সময় চেয়েছে ঢাকা

কাঁচামাল আমদানিতে মূল্য পরিশোধের জন্য বেইজিংয়ের কাছে এক বছরের সময় চেয়েছে ঢাকা। এতে বেইজিংও মৌখিক সম্মতি জানিয়েছে। বাংলাদেশ ও চীনের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এক টেলিফোন আলাপে বিষয়টি তোলা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের গতকাল প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর মধ্যে গত মঙ্গলবার ৪৫ মিনিটব্যাপী এ আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় যেকোন চ্যালেঞ্জ মোকাবেলায় দুই দেশ একযোগে কাজ করবে বলে ড. এ কে আব্দুল মোমেনকে আশ্বাস দেন চীনা পররাষ্ট্রমন্ত্রী।

ওয়াং ইর সাথে আলোচনা চলাকালে দ্বিপক্ষীয় বাণিজ্যের মূল্য পরিশোধের সময়সীমা নিয়ে আলোচনা করেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। এ সময় চীনা সরবরাহকারীদের পক্ষে খোলা সব ধরনের ব্যাক টু ব্যাক এলসির বিপরীতে দেনা পরিশোধের সময় এক বছরের জন্য বাড়ানোর অনুরোধ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ অনুরোধে সম্মতি দেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। একই সাথে নিজ দেশের পক্ষ থেকে বাংলাদেশের প্রতি এ বিষয়ে সম্পূর্ণ সহযোগিতারও আশ্বাস দেন তিনি।

এ সময় দুই দেশ আন্তর্জাতিক অঙ্গনে একে অন্যের প্রতি সহযোগিতা বজায় রাখার বিষয়টিও পুনর্ব্যক্ত করে।

আনন্দবাজার/তা.তা

আরও পড়ুনঃ  কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে স্বাভাবিক হলো ফেরি চলাচল

সংবাদটি শেয়ার করুন