ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মাহফিল-কীর্তনসহ ধর্মীয় অনুষ্ঠান বন্ধ রাখাই ভাল : স্বাস্থ্যমন্ত্রী

করোনা মোকাবেলায় ওয়াজ মাহফিল, কীর্তনসহ ধর্মীয় সকল অনুষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। মসজিদে নামাজ পড়তে মানুষ যেন কম আসেন সে অনুরোধও করেছেন তিনি। রোববার (১৫ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ে জরুরী আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে করোনা সারাবিশ্বে ছড়িয়ে পড়ছে। আর মানুষের সমাগমের কারণে আরো বাড়ছে। তাই ওয়াজ মাহফিল, কীর্তনসহ ধর্মীয় অনুষ্ঠান আপাতত বন্ধ রাখাই ভাল। কেন না এর ফলে একসঙ্গে অনেক লোকের সমাগম হয়।

তিনি আরও বলেন, এই কারণেই বর্তমানে ওমরাহ হজ পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। কাবা শরীফে তাওয়াফও কমে গেছে। সেক্ষেত্রে মসজিদেও মানুষ সীমিত আসাই ভাল। বাসায় বসে ধর্মীয় কাজ করলে ভাল। এছাড়া মসজিদে ইমামদের করোনা বিষয়ে মানুষকে সচেতন করার আহ্বান জানানো হয়েছে।

 

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন