ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বর্তমানে দেশে করোনার উপস্থিতি নেই : আইইডিসিআর

বাংলাদেশে বর্তমানে কোভিড-১৯ আক্রান্ত কোনো রোগী নেই বলে জানিয়েছেন আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। যে তিনজন আক্রান্ত হয়েছিলেন তারা সুস্থ হয়েছেন, তারা সবাই এখন ভাইরাসমুক্ত বলেও জানিয়েছেন তিনি। শনিবার মহাখালীর স্বাস্থ্য অধিদফতরে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মীরজাদী সেব্রিনা বলেন, বাংলাদেশ মোট তিনজন কোভিড-১৯ এ আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছিলেন। তাদের মধ্যে দুজন আগেই সুস্থ হয়েছেন। আর একজন ইতোমধ্যে বাড়ি ফিরে গেছেন। সবশেষ যে ব্যক্তি এই ভাইরাসে আক্রান্ত ছিলেন, তার প্রথম রক্ত পরীক্ষায় নেগেটিভ এসেছে। এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী দ্বিতীয়বার পরীক্ষা করা হবে। এতে নেগেটিভ এলে তাকেও কভিডমুক্ত ঘোষণা করা হবে।

তিনি আরও বলেন, নতুন করে সংক্রমিত কাউকে পাওয়া যায়নি। তবে সতর্কতার অংশ হিসেবে এখন পর্যন্ত বিভিন্ন হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে নয়জনকে।

ইতালি ফেরত ১৪২ বাংলাদেশি প্রসঙ্গে মীরজাদী সেব্রিনা বলেন, পরীক্ষার চূড়ান্ত ফলাফল পাওয়ার পর তাদের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এছাড়া কোভিড প্রতিরোধে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে হাত ধোয়ার জন্য পর্যাপ্ত সাবান-পানির ব্যবস্থা রাখারও পরামর্শ দেন তিনি।

আনন্দবাজার/ডব্লিউ এস 

সংবাদটি শেয়ার করুন