ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

অর্ধেকে নেমে এসেছে বিমান বাংলাদেশ আন্তর্জাতিক ফ্লাইট

বিশ্বজুড়ে করোনার প্রভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তর্জাতিক রুটে ফ্লাইট সংখ্যা অর্ধেকে নেমে এসেছে। যাত্রী সংকটের মুখে আন্তর্জাতিক রুটতে ফ্লাইট ৪২ থেকে ২১ এ নামিয়ে এনেছে বিমান কর্তৃপক্ষ। জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠানটি বলছে, ভাইরাসটির প্রভাবে ৬০ ভাগ যাত্রী কমে গেছে।

এদিকে, মধ্যপ্রাচ্যের দেশ কাতার ও কুয়েত ইতোমধ্যে বাংলাদেশ থেকে সে দেশে বিমান চলাচল সাময়িক বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। এছাড়া যেসব রুটে ফ্লাইট চলাচল সীমিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এসব রুটের মধ্যে রয়েছে কুয়ালালামপুর, কাঠমান্ডু, কলকাতা, দিল্লি, ব্যাংকক, সিঙ্গাপুর, দোহা, জেদ্দা, মদিনা ও কুয়েত।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন বলেন, ১০টি আন্তর্জাতিক রুটে বিমান সাপ্তাহিক (আসা-যাওয়াসহ) ১৪২টি ফ্লাইটের মধ্যে ৬৮টি ফ্লাইট চালু আছে। বাতিল হয়ে যাওয়া ফ্লাইটের যাত্রীরা চাইলে তাদের টিকিটের টাকাও ফেরত পাবেন বলেও জানান বিমানের ব্যবস্থাপনা পরিচালক।

বিমানের আন্তর্জাতিক ফ্লাইট নিচে তুলে ধরা হলো-

গন্তব্য স্বাভাবিক ফ্লাইট বর্তমান ফ্লাইট

ব্যাংকক ৭টি ৩টি

সিঙ্গাপুর ৭টি ৫টি

দিল্লি ৭টি ৩টি

কাঠমান্ডু ৭টি ৩টি

জেদ্দা ৭টি ৪টি

মদিনা ৪টি ২টি

কোলকাতায় ১৪টি ৯টি

বিমান খাতে বাংলাদেশের সবচেয়ে বড় বাজার মধ্যপ্রাচ্য। যেখানে ৫০ লাখেরও বেশি বাংলাদেশি ওই সব অঞ্চলেরর বিভিন্ন দেশে কাজ করেন। আর ভ্রমণ স্থগিত করায় মধ্যপ্রাচ্যে ফ্লাইট চালাতে সংকটে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন