অবশেষে করোনাভাইরাসের প্রতিষেধক আবিষ্কার করল মার্কিন গবেষকরা। ওষুধটি ব্যবহার করে সুস্থ হয়েছেন করোনা আক্রান্ত রোগী। যুক্তরাষ্ট্রের ওষুধ প্রশাসন ওষুধটি প্রাথমিক ব্যবহারের অনুমতি দিয়েছে।
এদিকে চীন দাবি করেছে ফ্যাপিলাভির নামে আরেকটি অ্যান্টিভাইরাল করোনাভাইরাসের চিকিৎসা করতে সক্ষম হয়েছে।
গত ১৫ জানুয়ারি যুক্তরাষ্ট্রে প্রথম করোনাভাইরাসে সংক্রমণ ধরা পড়ে। আক্রান্ত ব্যক্তির চিকিৎসা শুরু হয় স্নোহোমিশ হেলথ ডিস্ট্রিক্টে। ওই হাসপাতালে অ্যাডিসন এবং উইলকারসনসহ কয়েকজন দক্ষ ডাক্তারকে নিয়ে একটি দল গঠন করা হয়। অ্যাডিসনের দলটি হাসপাতালে বায়োহ্যাজার্ড টিম আইসোলেশন ইউনিট তৈরি করে। করোনা আক্রান্ত ওই ব্যক্তিকে সেখানে স্থানান্তর করা হয়।
আরো পড়ুনঃ রাখঢাক রেখে চলছে ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের প্রস্তুতি
রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের চিকিৎসকদের সঙ্গে এ নিয়ে আলোচনা করে ওই বিভাগের প্রধান যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় ওষুধ প্রশাসনের কাছ থেকে পরীক্ষামূলকভাবে ‘রেমডেসিভির’ অ্যান্টিভাইরাল ওষুধ প্রয়োগের অনুমোদন পান। অনুমতি পাওয়ার পর তারা করোনা ভাইরাসের বিরুদ্ধে পরীক্ষামূলকভাবে একটি অ্যান্টিভাইরালের ব্যবহার শুরু করে।
ওই চিকিৎসক দলের প্রধান ছিলেন দিয়াজ নামে এক ডাক্তার। তিনি বলেন, রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের অনুমোদন পাওয়ার পর তিনি যে অ্যান্টিভাইরাল ব্যবহারের অনুমোদন পান তা ওই রোগীর ওপর প্রয়োগের কয়েক দিন পর তার জ্বর কমতে শুরু করে এবং তিনি সুস্থ বোধ করেন। জানুয়ারি ৩১ থেকে ৩ ফেব্রুয়ারির মধ্যে ওই রোগী বাড়ি ফেরেন।
আনন্দবাজার/ টি এস পি