শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সূচক পতনে শেষ হয়েছে লেনদেন

সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে শেষ হয়েছে লেনদেন। আজ ডিএসইতে আগের দিনের তুলনায় কমেছে লেনদেনও। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে শেষ হয়েছে লেনদেন।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইএক্স সূচক ৩৪ পয়েন্ট কমে দাড়িয়েছে ৪ হাজার ৬৯৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে দাড়িয়েছে এক হাজার ৮৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৫৯১ পয়েন্টে।

ডিএসইতে আজ মোট শেয়ার লেনদেন হয়েছে ৬৬৮ কোটি ৪৫ লাখ টাকার। যা গত কার্যদিবস থেকে ১০২ কোটি ১৫ লাখ টাকা কম। বৃহস্পতিবার লেনদেনের পরিমাণ ছিলো ৭৭০ কোটি ৬০ লাখ টাকা।

আজ ডিএসইতে শেয়ার লেনদেন হয়েছে ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের। এর মধ্যে দর বেড়েছে ৭০টির, কমেছে ২৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৫৯ পয়েন্ট কমে দারড়িয়েছে ১৪ হাজার ৩৬৫ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে শেয়ার লেনদেন হয়েছে ২৩ কোটি লাখ টাকার।

আনন্দবাজার/তাঅ

আরও পড়ুনঃ  সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা বের হওয়ায় নিষেধাজ্ঞা

সংবাদটি শেয়ার করুন