ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রোজার আগেই অস্থির পণ্যের বাজার

বছর ঘুরে আবারও আসছে রমজান। তবে এখনও প্রায় দুইমাস বাকি। কিন্তু রমজান আসার আগেই বাড়ছে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের মূল্য। চাল, ডাল, তেল, চিনি, আটা, ময়দা, পেঁয়াজ, রসুন, আদা, মাছ, মুরগি, দুধ, ডিম, খেজুরসহ সব কিছুরই মূল্য অনেক বেশি।

জানা গেছে, ভরা মৌসুমে সবজির মূল্য অস্বাভাবিক হওয়ায় ক্ষিপ্ত সাধারণ মানুষ। খুচরা বাজারে গতকাল শিম বিক্রি হয় প্রতি কেজি ৩০ থেকে ৫০ টাকায়। টমেটো বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়। একই মূল্যে বিক্রি হচ্ছে গাজর ও শসা। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১২০ থেকে ১২৫ টাকায়। এ ছাড়া গরুর গোশতের কেজি ৫৩০ থেকে ৫৫০ টাকা এবং খাসির গোশত ৭৫০ থেকে ৮০০ টাকায় বিক্রি হয়।

মাছের বাজারে প্রতি কেজি রুই বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩২০ টাকা দরে। প্রতি কেজি কাচকি বিক্রি হচ্ছে ৩৫০ টাকা, মলা ৩৫০ থেকে ৪০০ টাকা, ছোট পুঁটি ৪৫০ থেকে ৫৫০ টাকা, শিং ৩৫০ থেকে ৬৫০ টাকা, পাবদা ৪০০ থেকে ৫০০ টাকা, চিংড়ি ৫৫০ থেকে ৯০০ টাকা, দেশী চিংড়ি ৪০০ থেকে ৫০০ টাকা।

আরও পড়ুন : ডিএসইতে পিই রেশিও বেড়েছে ৫০ পয়েন্ট

এই ব্যাপারে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, দেশে এখন মন্দাবস্থা চলছে। এক দিকে মানুষের আয় কমছে অপরদিকে ব্যয় বাড়ছে।  এভাবে চলতে থাকলে দেশে নীরব দুর্ভিক্ষ শুরু হবে বলে আশঙ্কা করছেন তিনি।

আনন্দবাজার / এইচ এস কে 

 

 

 

সংবাদটি শেয়ার করুন