ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় দেশের পর্যটন খাতে ক্ষতি শত কোটি

কভিড-১৯ (করোনা) এর প্রভাবে সারা বিশ্বের পর্যটন শিল্পেই নেমেছে ধস। যার প্রভাব ভয়াবহভাবে পড়েছে বাংলাদেশের পর্যটন শিল্পেও। কভিড-১৯ এর কারণে প্রায় প্রতিদিনই যাত্রা বাতিল করছেন অসংখ্য বিদেশি পর্যটক।

ট্যুর অপারেটরস অব বাংলাদেশ (টোয়াব) জানিয়েছে, বছরের শুরু থেকে এ পর্যন্ত দেশে পর্যটন খাতে ক্ষতির পরিমাণ প্রায় একশ কোটি টাকা।

অক্টোবর মাস থেকে দেশে পর্যটনের মৌসুম শুরু হয়ে চলে এপ্রিল পর্যন্ত। নাতিশীতোষ্ণ আবহাওয়ার এ সময়টিকে ভ্রমণের জন্য বেছে নেন বিদেশি পর্যটকরা।

২০১৬ সালে গুলশানে হলি আর্টিজান হামলার ধাক্কার পর গত কয়েক বছরে সেখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে পর্যটন খাত। বছরের শুরুতে চীনের নভেল করোনাভাইরাস আতঙ্কে ফের সংকটের মুখে পড়েছে দেশীয় পর্যটন শিল্প।

এদিকে পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, বৈশ্বিক পর্যটনে করোনাভাইরাসের মারাত্মক আঘাতের প্রভাব দেশেও পড়েছে। বছরে সাধারণত ৫ থেকে ৬ লাখ বিদেশি পর্যটক বাংলাদেশে আসেন যার একটি বড় অংশই চীনা পর্যটক। করোনাভাইরাস সংক্রমণের কারণে বর্তমানে চীনা পর্যটক আসা বন্ধ রয়েছে।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন