বিশ্বকাপ জয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের সদস্যদের অভ্যর্থনা জানিয়ে ইতিহাসের সাক্ষী হতে মিরপুরে ভিড় জমিয়েছেন হাজার হাজার ক্রিকেট অনুরাগী। পুরো স্টেডিয়াম কানায় কানায় ভরে গেছে টাইগারদের সমর্থকে। পোস্টার, ব্যানার, জার্সি, প্ল্যাকার্ড, ফেস্টুন সহ নানা আয়োজনে মুখরিত হয়ে উঠেছিল মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম।
বিশ্ব জয়ী যুবাদের স্বাগত জানানোর অপেক্ষায় ছিল পুরো বাংলাদেশের মানুষ। বিকেলে যুবা টাইগাররা দেশের মাটিতে পা রাখবে খবর পেয়ে আগে থেকেই স্টেডিয়ামে ভিড় জমাতে শুরু করেন সর্বস্তরের ক্রিকেটপ্রেমীরা।
এর আগে বিকেল পৌনে ৫টায় বিশ্বকাপের ট্রফি নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন আকবর, তৌহিদ, হৃদয়রা। বিমানবন্দরে বিশ্বজয়ীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন বিসিবির সভাপতিসহ কর্মকর্তারা। সেখান থেকে ‘চ্যাম্পিয়ন বাস’ এ করে বিশ্বজয়ীদের নেয়া হয় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।
এদিকে বিমানবন্দরেও আকবরদের বরণ করে নিতে ভিড় জমিয়েছে হাজারো ক্রিকেটপ্রেমী। সেখানেও নানা সাজে ফুল হাতে উষ্ণ অভ্যর্থনায় খেলোয়াড়দের বরণ করে নিয়েছিল ক্রিকেট ভক্তরা।
আনন্দবাজার/ডব্লিউ এস