মুজিববর্ষ উপলক্ষে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সব ধরনের সরকারি পত্র,স্মারকেএবং আধা সরকারি পত্রে ‘মুজিববর্ষের প্রতিশ্রুতি আর্থিক খাতের অগ্রগতি’ স্লোগান ব্যবহার করতে নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। পাশাপশি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের লােগো ব্যবহারের নির্দেশ দেয়া হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মােহাম্মদ সফিউল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে বছরজুড়ে মুজিববর্ষের নিম্নোক্ত স্লোগান ব্যবহারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তাছাড়া বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি কর্তৃক লােগো ব্যবহারের নির্দেশনা প্রদান করা হয়েছে।
আনন্দবাজার/এফআইবি