ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ভাসমান পদ্ধতিতে সবজি চাষে সম্ভাবনা নাটোরে

নাটোরে সম্ভাবনা তৈরী হয়েছে ভাসমান পদ্ধতিতে সবজি চাষে। নাটোরের বড়াইগ্রাম উপজেলায় নদী আর বিলের পানিতে কচুরিপানার বেড বানিয়ে বিভিন্ন সবজি চাষ করছেন স্থানীয় কৃষকেরা।

এ পদ্ধতিতে কীটনাশকের ব্যবহার করতে হয় না বলে উৎপাদিত সবজি নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত হয়ে থাকে। আবাদী জমি আগের চেয়ে অনেক কমে আসায় জলাধারের এই সবজি চাষ আশা দেখাচ্ছে কৃষকদের।

উপজেলার বাটরা, বাঘাইট, মেরিগাছা, ধানাইদহ, তারানগর গ্রামে বয়ে যাওয়া নারদ ও খলিসাডাঙ্গা নদী এবং চিনিডাঙ্গার বিলে কচুরিপানার ভাসমান বেড তৈরী করে বিভিন্ন সবজির চাষ করা হচ্ছে। সবজি ও মসলা চাষ গবেষণা, সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্প’র আওতায় এসব জায়গার ৩১ জন কৃষক এক’শরও বেশি বেডে উৎপাদন করছেন লাল শাক, কলমি শাক, পালং শাক, করলা, শসা আর লাউ।

নাটোর কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত উপপরিচালক ড. রবিআহ নূর আহমেদ বলেন, বড়াইগ্রামে ভাসমান বেডে সবজি চাষ বেশে জনপ্রিয় হয়ে উঠছে। অন্যান্য উপজেলায় বিশেষ করে চলনবিল ও হালতিবিল এলাকায় এই চাষাবাদ ছড়িয়ে দিতে কৃষি সম্প্রসারণ বিভাগ কাজ করবে।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন