ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আজ থেকে শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা

দীর্ঘ এক বছরের অপেক্ষা শেষে ফের আজ থেকে শুরু হচ্ছে মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা। রবিবার (২ ফেব্রুয়ারি) বিকাল তিনটায় গ্রন্থমেলার উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিববর্ষকে সামনে রেখে এ বছর অন্য রকম আমেজে শুরু হতে যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলায়। এবারের বই মেলা বঙ্গবন্ধুকে উৎসর্গ করা হয়েছে।

ইতোমধ্যে বইমেলার সব আয়োজন শেষ হয়েছে। বর্ণিল সাজে সেজেছে মেলা প্রঙ্গণ। এছাড়াও মেলাকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু করে দোয়েল চত্বর পর্যন্ত বিরাজ করছে উৎসবের কোলাহল।

আজকের উদ্বোধন অনুষ্ঠানে বাংলা একাডেমি প্রকাশিত ও বঙ্গবন্ধুকে নিয়ে রচিত তৃতীয় বই ‘আমার দেখা নয়াচীন’ এর আনুষ্ঠানিক প্রকাশনা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী এই বইটির মোড়ক উন্মোচন করবেন। এরপর প্রধানমন্ত্রী মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করবেন।

মেলার আয়োজক প্রতিষ্ঠান জানান, সারাজাতি যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে। আর তখনই বাংলা একাডেমিও বঙ্গবন্ধুকে স্মরণ রেখে বেশকিছু আয়োজন রেখেছে।

এ বছরের মেলায় নতুন কয়েকটি সিদ্ধান্ত বাস্তবায়ন হতে চলেছে বলে প্রতিষ্ঠানটি জানায়, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে মেলা উপলক্ষ্যে যে আয়োজন প্রতিবছর করা হয়, সেটি আরও খ্যাতিসম্পন্ন হয়ে উঠছে।

গত চার দশকের বেশি সময় ধরে চলে আসা এ মেলা এবার ইতিহাসের সবচেয়ে বড় পরিসসে হচ্ছে বেশি প্রকাশনা সংস্থা নিয়ে বইয়ের এ উৎসব চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

এ বছর বই মেলা প্রায় পাঁচ লাখ বর্গফুট এলাকায় ৪৫৫টি প্রতিষ্ঠানকে ৭১৯টি ইউনিট এবং বাংলা একাডেমিসহ ২৪টি প্রকাশনা প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার ৫৩৬ বর্গফুট আয়তনের ২৫টি প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। একই সঙ্গে ১৩৬টি লিটল ম্যাগাজিনকে ‘লিটল ম্যাগাজিন কর্নারে’ স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন