সিটি করপোরেশন নির্বাচনের কারণে ২ দিন বন্ধের পর আবারও খুলেছে বাণিজ্য মেলা। নির্বাচনের কারণে শুক্র ও শনিবার বন্ধ থাকার পর আজ রোববার থেকে চালু হল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। রোববার সকাল ১০টা থেকেই শুরু হয়েছে মেলা।
এর আগে সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুক্র ও শনিবার বন্ধ রাখার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দেয় নির্বাচন কমিশন। এই বন্ধের কারণে ব্যবসায়ীদের ক্ষতির কথা চিন্তা করে পরবর্তীতে ইপিবির মেয়াদ বড়ানোর প্রস্তাবে বাণিজ্য মন্ত্রণালয় মেলার মেয়াদ বাড়িয়ে দেয়।
৩১ জানুয়ারি পর্যন্ত মেলা হওয়ার কথা থাকলেও মেয়াদ বাড়ানোর কারণে এখন সেটা থাকছে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের ২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় মোট ২১টি দেশ অংশ নিয়েছে। দেশগুলো হচ্ছে ভারত, ভুটান, নেপাল, মালদ্বীপ, পাকিস্তান, চীন, দক্ষিণ কোরিয়া, হংকং, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইরান, তুরস্ক, মরিশাস, ভিয়েতনাম, রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি ও অস্ট্রেলিয়া।
আনন্দবাজার/ডব্লিউ এস