ঢাকা | সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্থান টি-টোয়েন্টি সিরিজ

আজ পাকিস্তানের লাহোরে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তনের মধ্যকার টি-টুয়েন্টি সিরিজ। অনেক শঙ্কা এবং অনিশ্চয়তার পর এখন সিরিজ শুরুর অপেক্ষা। সিরিজের প্রথম টি-টুয়েন্টি ম্যাচটি আজ বেলা তিনটায় গাদ্দাফি স্টেডিয়ামে শুরু হবে।

নিরাপত্তার চিন্তা ঝেড়ে ফেলে খেলায় পুরো মনোযোগ বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের, সিরিজটি ভালোভাবে শুরু করতে চান তিনি। রিয়াদ বলেন, ‘পাকিস্তানের নিরাপত্তার চিন্তা বাংলাদেশেই ফেলে এসেছি। আমরা এখানে ভালো ক্রিকেট খেলা নিয়েই ভাবছি। মাঠে সেরাটা দিতে মুখিয়ে আছি’। ‘মাত্র বিপিএল শেষ হয়েছে, সেখানে তরুণরা ভালো খেলেছে। পাশাপাশি তামিম, সৌম্যের মতো অভিজ্ঞরাও দলে আছে। তারুণ্য আর অভিজ্ঞতা মিলে আমাদের দলটা দারুণ। এখন প্রয়োজন ব্যক্তিগত ও দলগতভাবে আমাদের খেলা নিয়ে ভাবা। তাহলে ভালো পারফরম্যান্স সম্ভব’।

হেড টু হেডে এগিয়ে পাকিস্তান। দশটি টি-টোয়েন্টিতে বাংলাদেশ জিতেছে দুটি ম্যাচ। সর্বশেষ দুই দলের দেখা হয়েছিল ২০১৬ ওয়ার্ল্ড কাপের টি-টোয়েন্টিতে।

সম্ভাব্য বাংলাদেশ একাদশঃ

তামিম ইকবাল, নাঈম শেখ, আফিফ হোসেন, লিটন দাস (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, মেহেদি হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও আল আমিন হোসেন।

আনন্দবাজার/ টি এস পি

 

সংবাদটি শেয়ার করুন