ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পুঁজিবাজারে সূচকের উত্থান

চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসেও দেশের পুঁজিবাজারে সূচকের উত্থান হয়েছে। আজ সোমবার (২০ জানুয়ারি) প্রধান দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসইএক্স ৫২ পয়েন্ট এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএএসপিআই সূচক ১৯২ পয়েন্ট বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে, গতকাল (২৯ জানুয়ারি) শেয়ারবাজারে সূচকের বড় উত্থান হয়। আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৩৪ পয়েন্টে। ডিএসইতে আজ লেনদেন হয়েছে ৪৯৪ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে সিএসই সার্বিক সূচক সিএএসপিআইতে আজ ১৯২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪৭০ পয়েন্টে। এ দিন সিএসইতে ৭৩ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন কোম্পানিগুলোর মধ্যে গ্রামীণফোন, এসএস স্টিল, লাফার্জহোলসিম, স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক, বিকন ফার্মা, প্যারামাউন্ট টেক্সটাইল, খুলনা পাওয়ার, এডিএন টেলিকম এবং ন্যাশনাল ব্যাংক রয়েছে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন