শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে কমেছে মাছের দাম

চট্টগ্রামের মাছের বড় বাজার ফিশারিঘাটে কমেছে সব ধরনের মাছের দাম। সরবরাহ বাড়ায় সামুদ্রিক ও মিঠাপানির মাছের দাম অন্যান্য সময়ের তুলনায় কেজিতে কমেছে অন্তত ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত। এদিকে ভরা মৌসুম না হলেও বঙ্গোপসাগরে প্রচুর রুপালী ইলিশ ধরা পড়ায় এই মাছেরও দাম কমেছে ।

ফিশারিঘাটে গিয়ে দেখা যায় ভ্যানে করে ঘাট থেকে স্তূপে স্তূপে এনে বাজারে নামানো হচ্ছে রুপালী ইলিশ। আর এখন ৪ থেকে ৭শ’ টাকার মধ্যে মিলছে ভালো ওজনের ইলিশ।

ইলিশের পাশাপাশি কমেছে মিঠা পানির মাছের ধামও। জ্যান্ত লাল জাতীয় কার্প প্রতিকেজি ১৯০ থেকে ২১০ টাকা। রুই ১৭০ থেকে ২০০ টাকা আর মৃগেল বিক্রি হচ্ছে দেড়শ’ টাকার মধ্যে।

সরবরাহ বাড়ায় সাতক্ষীরা ও খুলনার দামও অনেকটাই কমেছে। ভালো মানের চিংড়ি পাওয়া যাচ্ছে ৫শ’ থেকে ৬শ’ টাকায়। আর কোরাল বিক্রি হচ্ছে কেজি ৬শ’ থেকে ৮শ’ টাকার মধ্যে।

আনন্দবাজার/শহক

আরও পড়ুনঃ  সিডরে বদলে গেল পতিতজমি

সংবাদটি শেয়ার করুন