ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সবজির দাম কমলেও বেড়েছে শস্যজাত পণ্যের দাম

খুচরা বাজারে প্রভাব পড়েছে পাইকারী বাজারে ভোগ্যপণ্যের দাম বেড়ে যাওয়ায়। এ সপ্তাহে পণ্যের দাম ১০-১৫ টাকা বেড়ে গেছে গত সপ্তাহের তুলনায়। কিন্তু কমেছে সবজির দাম।

আজ শুক্রবার নগরের কয়েকটি বাজারে প্রতি কেজি মিনিকেট চাল ৪৮-৫৪ টাকা, মাঝারি বিআর-২৮ চাল ৩৮-৪৪ টাকা, মোটা চাল ৩২-৩৫ টাকা, নাজিরশাইল ৪৮-৬০ টাকা দরে বিক্রি হচ্ছে যেখানে গত সপ্তাহে মিনিকেট চাল ৪৫-৪৮ টাকা, মাঝারি বিআর-২৮ চাল ৩৫-৪০ টাকায় বিক্রি হয়েছে।

গত সপ্তাহে প্রতি লিটার খোলা সয়াবিন তেল ছিল ৯০ টাকা যা এই সপ্তাহে হয়েছে ৯৫-১০০ টাকা। চিনি কেজিপ্রতি ৫-৭ টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ৬৫-৭২ টাকা। মসুর ডাল ১০ টাকা বেড়ে ৬৫-৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া বড় পেঁয়াজ ৮০ টাকা, ছোট পেঁয়াজ ১০০ টাকা, চীনা রসুন ১৫০ টাকা, দেশি রসুন ২০০ টাকা, আদা ১২০-১৫০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।

অন্যদিকে বাজারে দাম কমছে সবজির। আজ বাজারে বেগুন ৬০ টাকা, শসা ৯০-১০০ টাকা, ঢেঁড়স ৭৫-৮০ টাকা, ফুলকপি ৩০-৪০ টাকা, বাঁধাকপি ৪০ টাকা, মুলা ৩৫-৪০ টাকা, শিম ৭৫-৮০ টাকা, ঝিঙা ১০০ টাকা,  বরবটি ৭০ টাকা, তিতকরলা ৮০ টাকা, মিষ্টি কুমড়া ৪৫ টাকা, টমেটো ১০০ টাকা কেজি দামে বিক্রি হচ্ছে।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন