শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
আশ্রয়প্রার্থীর ন্যায্যতা যাচাই

বাংলাদেশিসহ ৪০ জনকে নাউরুতে পাঠাল অস্ট্রেলিয়া

বাংলাদেশিসহ ৪০ জনকে নাউরুতে পাঠাল অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় আশ্রয়প্রার্থী বাংলাদেশ ও পাকিস্তানের ৪০ নাগরিককে আশ্রয় না দিয়ে প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র নাউরুতে পাঠিয়ে দেয়া হয়েছে।

ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদন থেকে জানা গেছে তাদের আশ্রয়প্রার্থী হওয়ার দাবি ন্যায্য কি না তা সেখানে খতিয়ে দেখা হবে।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার ওই ৪০ জনকে পশ্চিম অস্ট্রেলিয়ার উপকূলীয় অঞ্চল থেকে আটক করে অস্ট্রেলিয়ার বর্ডার ফোর্স। পরে ক্যানবেরা সরকার উদ্যোগ নিয়ে ওই ৪০ জনকে একটি উড়োজাহাজে করে নাউরু পাঠিয়ে দেয়। ক্যানবেরা সরকারের দাবি, এই ৪০ জন বাংলাদেশ ও পাকিস্তান থেকে অবৈধভাবে সেখানে গিয়েছিল।

এদিকে অভিবাসনপ্রত্যাশীদের অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ডে এমন আগমন অভিবাসন নীতি এবং সীমান্ত সুরক্ষা নিয়ে রাজনৈতিক বিতর্ককে উসকে দিয়েছে। দেশটির সামুদ্রিক সীমান্তের সুরক্ষা নিশ্চিতে ব্যর্থ হওয়ায় রক্ষণশীল বিরোধীদের তীব্র সমালোচনার মুখে পড়ে ক্ষমতাসীনরা।

প্রসঙ্গত, তিউনিসিয়ার উপকূলে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি নৌযানে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৯ জন প্রাণ হারায়। নিহতদের মধ্যে অনেকেই বাংলাদেশি। এ ছাড়া নৌযানটি থেকে আরও ২৬ বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  দাবানলে বিপর্যয়ের মুখে অস্ট্রেলিয়ার ব্যবসায়ীরা

সংবাদটি শেয়ার করুন