শুক্রবার, ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশে নির্বাচন ঘিরে জাতিসংঘের উদ্বেগ

বাংলাদেশে নির্বাচন ঘিরে জাতিসংঘের উদ্বেগ

বাংলাদেশের অনুষ্ঠিত হতে যাওয়া দ্বাদশ সংসদ নির্বাচনের পরিবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ক্লেমা নালেতসোভি ভৌল। তিনি বলেছেন, বাংলাদেশের নির্বাচনের পরিবেশ ‘দমনমূলক’। এতে তিনি গভীরভাবে উদ্বিগ্ন।

জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার জানান, রাজনৈতিক কর্মী এবং সুশীল সমাজের ওপর দমন-পীড়ন অবিলম্বে বন্ধ করার জন্য আমরা বার বার আহ্বান জানিয়েছি। আসন্ন নির্বাচনকে ঘিরে যে দমনমূলক পরিবেশ তৈরি হয়েছে তাতে আমি গভীরভাবে উদ্বিগ্ন।

শুক্রবার নিজের অফিসিয়াল এক্স (আগের টুইটার) অ্যাকাউন্ট থেকে ক্লেমেন্ট এন ভৌল লিখেছেন— ‘ভিন্নমত দমনে নাগরিক সমাজের প্রতিনিধি, বিক্ষোভকারী ও বিরোধীদের অপরাধী সাব্যস্ত করা, পুলিশ বাহিনীর বাড়াবাড়ি ব্যবহার এবং সহিংসতা থেকে বিরত থাকতে আমি আগেও যে আহ্বান জানিয়েছিলাম, তা পুনরায় জানাচ্ছি।’

এই কর্মকর্তা লেখেন— ‘নির্বাচনের আগে, নির্বাচনকালে ও পরে শান্তিপূর্ণ সমাবেশের অধিকার এবং রাজনৈতিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব কর্তৃপক্ষের।’

শান্তিপূর্ণ সমাবেশ এবং সমাবেশের স্বাধীনতার অধিকার বিষয়ক এই র‍্যাপোর্টিয়ার বলেছেন, আসন্ন নির্বাচনকে ঘিরে যে দমনমূলক পরিবেশ তৈরি হয়েছে তাতে আমি গভীরভাবে উদ্বিগ্ন।’

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  কর বাড়ানোর অজুহাতে বেড়েছে চিনির দাম

সংবাদটি শেয়ার করুন