শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

সিলেটে ৪৩ বিলিয়ন ঘনফুটের নতুন গ্যাসফিল্ডের সন্ধান

সিলেটে-৪৩-বিলিয়ন-ঘনফুটের-নতুন-গ্যাসফিল্ডের-সন্ধান

সিলেটের হরিপুরে নতুন একটি কুপে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। কুপটিতে ৪৩ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে বলে ধারণা করছে সিলেট গ্যাসফিল্ডস কর্তৃপক্ষ। রোববার (২৬ নভেম্বর) সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্যাসক্ষেত্রের ১০নং কুপে নতুন এই গ্যাসের সন্ধ্যান পাওয়া যায়।

সম্পূর্ণ নতুন এই কুপটি থেকে দৈনিক ১৩ মিলিয়ন গ্যাস পাওয়া যাবে বলে মনে করছেন সিলেট গ্যাসফিল্ডস কর্তৃপক্ষ।

কূপ খননে ব্যয় হয়েছে ২শ’ ৩ কোটি টাকা। তবে এই কুপে মজুদ গ্যাসের মূল্য প্রায় ৩ হাজার ৬শ’ কোটি টাকা। এলএনজি আমদানি মূল্য হিসেবে প্রায় ১০ হাজার কোটি টাকা।

এর আগে, গত ২২ নভেম্বর সিলেটের কৈলাসটিলায় পরিত্যক্ত ২নং কুপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়। যেখান থেকে দৈনিক ৭০ লাখ ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে।

প্রসঙ্গত, দেশের সবচেয়ে প্রাচীন গ্যাসক্ষেত্র সিলেটের হরিপুর। ১৯৫৫ সালে গ্যাসক্ষেত্রটির সন্ধান পাওয়ার পর এই অঞ্চলে প্রতিনিয়তই চলছে গ্যাস উত্তোলন ও সরবরাহের কাজ। সবশেষ মের্সাস স্লুমবার্গার সিয়াকো কোম্পানির ত্রিমাত্রিক জরিপে জানা যায় এই ক্ষেত্র থেকে প্রায় ৪০৬ বিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব। সিলেট গ্যাসফিল্ড থেকে প্রতিদিন ১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ হয়।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  সিনোফার্মের আরও ১৭ লাখ টিকা দেশে পৌঁছাল 

সংবাদটি শেয়ার করুন