শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বাড়ছে শীতের তীব্রতা

শৈত্যপ্রবাহ ছাড়াই রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র ঠাণ্ডা অনুভূত হচ্ছে। শনিবারের মতো আজও সূর্যের দেখা নাও মিলতে পারে। তবে এ অবস্থা আরো দুই-তিন দিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর বলছে, রাজধানীসহ দেশের অন্তত ৮০ শতাংশ অঞ্চলে গতকাল থেকে মেঘ ও কুয়াশায় ঢাকা ছিল। কোথাও  কোথাও কিছু সময়ের জন্য সূর্যের দেখা পাওয়া গেলেও দিনের তাপমাত্রা খুব একটা বাড়েনি। যার ফলে তীব্র শীতের অনুভূতি কমেনি।

রবিবার (১২জানুয়ারি) সকালে আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা কুড়িগ্রামের রাজারহাটে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস  রেকর্ড করা হয়। এই সময়ে ঢাকায় ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

তিনি বলেন, ঠাণ্ডা বেড়ে গেছে বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে তীব্র ঠাণ্ডার সঙ্গে বয়ে চলেছে ঠাণ্ডা বাতাস। এর সঙ্গে কুয়াশা যোগ হওয়ায় সূর্যের দেখাও পাওয়া কঠিন হয়ে পড়েছে। আগামী কয়েকদিন এ অবস্থা বিরাজ করবে।

 

আনন্দবাজার/এম.কে

আরও পড়ুনঃ  প্লেন দুর্ঘটনার শঙ্কায় ঘুড়ি ওড়ানোতে নিষেধাজ্ঞা

সংবাদটি শেয়ার করুন