ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ভ্যাট বাড়ছে ফোন উৎপাদনে

ভ্যাট বাড়ছে ফোন উৎপাদনে

আসছে ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে ভ্যাট বসছে মোবাইল ফোন উৎপাদনে। একই সঙ্গে হ্যান্ডসেট সংযোজনেও ভ্যাট হার। ফলে খুচরা পর্যায়ে মোবাইল ফোনের দাম বাড়বে।

দেশে মোবাইল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে ২০১৮ সালে বাজেটে বড় ধরনের শুল্কছাড় দেয় সরকার। হ্যান্ডসেট আমদানিতে ৫৭ শতাংশ শুল্কের বিপরীতে দেশে উৎপাদন কিংবা সংযোজনে প্রায় ১৬ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়। আর এই শুল্ক সুবিধার সুযোগ নিয়ে দেশে মোবাইল উৎপাদন করছে স্যামসাং, টেকনো, ভিভোসহ ১৪টি প্রতিষ্ঠান, যা দেশের চাহিদার ৯৫ ভাগ মেটাচ্ছে।

তবে যাত্রা শুরুর চার বছরের মাথায় চলতি অর্থবছরে ব্যবসায়িক পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়। উৎপাদক, ডিলার ও খুচরা–এই তিন স্তরে যা বেড়ে দাঁড়ায় ১৫ শতাংশ। এতে প্রতিটি হ্যান্ডসেটে দাম বেড়েছে প্রায় তিন হাজার টাকা।

সেই রেশ না কাটতেই এবার প্রথম হ্যান্ডসেট উৎপাদনে ৫ শতাংশ ভ্যাট বসাচ্ছে সরকার। একই সঙ্গে সংযোজনে দুই ক্যাটাগরিতে বসতে পারে সাড়ে ৭ থেকে ১০ শতাংশ ভ্যাট।

এ বিষয়ে ট্রানশান বাংলাদেশ লিমিডেটের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজোয়ানুল হক বলেন, ‘যদি কাস্টমস ডিউটি ও ভ্যাট মিলিয়ে ১০ শতাংশ বাড়ে, তাহলে আমাদের ওপর প্রচণ্ড পরিমাণে প্রভাব পড়বে। এরই মধ্যে এ বিষয়ে আমরা জাতীয় রাজস্ব বোর্ডকে জানিয়েছি, আমাদের মন্ত্রণালয়কে জানিয়েছি।’

আনন্দবাজারার/শহক

সংবাদটি শেয়ার করুন