শুক্রবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

ইমরান খান ৮ দিনের রিমান্ডে

পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তান এক প্রতিবেদনে জানায়, আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানকে জিজ্ঞাসাবাদের জন্য ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি) ১৪ দিনের রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে অ্যাকাউন্টেবিলিটি আদালতের বিচারক বশির আহমেদ তার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মঙ্গলবার (৯ মে) ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) প্রাঙ্গণ থেকে তাকে গ্রেফতার করা হয়। আল জাজিরার প্রতিবেদন মতে, বুধবার সকালে তাকে পুলিশ সদর দফতরে নেয়া হয়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

এরপর তাকে ইসলামাবাদে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি (এনএবি) আদালতে নেয়া হয়। সেখানে এনএবি প্রসিকিউটর ইমরান খানের ১৪ দিনের রিমান্ডের আবেদন করেন।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  বিদেশ ফেরতরা পাবেন ঋণ

সংবাদটি শেয়ার করুন