শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

দাম কমলো এলপিজি সিলিন্ডারের

দাম কমলো এলপিজি সিলিন্ডারের

ভোক্তা পর্যায়ে এলপিজি গ্যাসের ১২ কেজির সিলিন্ডারের দাম ২৪৪ টাকা কমিয়ে এক হাজার ১৭৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এর আগে ১২ কেজি এলপিজির দাম ছিল এক হাজার ৪২২ টাকা।

এদিকে এলপিজি সিলিন্ডারের পাশাপাশি কমেছে অটোগ্যাসের দামও। আজ সন্ধ্যা ৬টা থেকেই নতুন নির্ধারিত এ দাম কার্যকর হবে।

রোববার রাজধানীর কারওয়ান বাজারে বিইআরসি কার্যালয়ের শুনানিকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান মো. নূরুল আমিন নতুন এ দাম ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সাড়ে ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব এলপিজি সিলিন্ডারের দামই কমানো হয়েছে। তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দামের পরিবর্তন হয়নি। সেটি আগের দাম ৫৯১ টাকাই রয়েছে।

এদিকে, অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৬৬ টাকা ২২ পয়সা থেকে কমিয়ে ৫৪ টাকা ৯০ পয়সা করা হয়েছে। ফেব্রুয়ারিতে অটোগ্যাসের দাম ছিল লিটারপ্রতি ৬৯ টাকা ৭১ পয়সা, জানুয়ারি মাসে ছিল ৫৭ টাকা ৪১ পয়সা, ডিসেম্বরে ছিল ৬০ টাকা ৪১ পয়সা।

আনন্দবাজার/শহক

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  করোনায় আরো ২ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত  ৯

সংবাদটি শেয়ার করুন