শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
গতকালের চেয়ে

আজ আরও অস্বাস্থ্যকর ঢাকার বায়ু

আজ আরও অস্বাস্থ্যকর ঢাকার বায়ু

গতকালের চেয়ে আজ মঙ্গলবার ঢাকার বাতাসের মান আরও খারাপ হয়েছে। আইকিউ এয়ারের সূচকে আজ ঢাকার স্কোর ১৯১ যা গতকাল ছিল ১৫৬।

বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য বলছে, মঙ্গলবার সকাল সাড়ে
৯টায় ২৫২ স্কোর নিয়ে অস্বাস্থ্যকর বায়ুর তালিকায় শীর্ষেরয়েছে চীনের বেইজিং, পাকিস্তানের করাচি ২৩৪ স্কোর নিয়ে দ্বিতীয় ও লাহোর ২০৫ স্কো র নিয়ে রয়েছে তৃতীয় অবস্থানে। আর এর পরের অবস্থানেই রয়েছে ঢাকা।

এছাড়া তালিকায় দেখা গেছে, ঢাকার পরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে থাইল্যান্ডের চিয়াংমাই, ভারতের কলকাতা, দিল্লি ও মুম্বাই; চীনের উহান ও থাইল্যান্ডের ব্যাংকক। এরপর রয়েছে মিয়ানমারের ইয়াঙ্গুন, সংযুক্ত আরব আমিরাতের দুবাই।

আইকিউ এয়ারের ওই তালিকায় মোট ৬টি শ্রেণিতে রাখা হয়েছে বিশ্বের ৯৯টি শহরকে। ওই তালিকায়
সবচেয়ে খারাপ অবস্থান হলো ‘বিপজ্জনক’। কোনো শহরের স্কোর ৩০১-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হয়।

এর পরের স্থানগুলো যথাক্রমে খুবই অস্বাস্থ্যকর (২০১-৩০০), অস্বাস্থ্যকর (১৫১-২০০), বিশেষ ব্যক্তিদের
জন্য অস্বাস্থ্যকর (১০০-১৫০), সহনীয় (৫১-১০০) এবং ভালো বায়ু(০-৫০)।

তালিকা অনুযায়ী, ভা লো বায়ুর তালিকায় শূন্য স্কোর নিয়ে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়ার
ক্যানবেরাসহ দুইটি শহর।

আনন্দবাজার/শহক

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ইতালি ফেরত ১২৫ বাংলাদেশীকে নেয়া হয়েছে হজ ক্যাম্পে

সংবাদটি শেয়ার করুন