শুক্রবার, ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্রেতার চাপে উত্থান

ক্রেতার চাপে উত্থান

বিক্রেতার চেয়ে ক্রেতা বেশি

লেনদেন

  • ডিএসইতে ৭শ কোটি টাকা
  • সিএসইতে ১৯ কোটি
  • বেশির ভাগ শেয়ার দর অপরিবর্তিত

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল বুধবার সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। লেনদেন পরিমাণ ডিএসইতে বাড়লেও সিএসইতে কমেছে। লেনদেন বেড়ে ডিএসইতে ৭শ কোটি টাকার ঘরে এসেছে। সিএসইতে কমে ১৯ কোটি টাকার ঘরে নেমেছে। উভয় স্টকে বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। বিক্রেতার চেয়ে ক্রেতার চাপ বেশি।

স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, গতকাল বুধবার ডিএসইতে ৭৪১ কোটি ৮০ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস গত মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছিল  ৬২৩ কোটি ৫০ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৬ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৪৪ দশমিক ৩৫ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৫ দশমিক ৪৩ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ২ দশমিক ৬৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ২৪৯ দশমিক ১৬ পয়েন্টে এবং ১ হাজার ৩৯৩ দশমিক শূন্য ৪ পয়েন্টে।

গতকাল ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৪টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৭১টি এবং কমেছে ৪৬টির। শেয়ার পরিবর্তন হয়নি ২৩৭টির। এদিন ডিএসইতে বেক্সিমকোর শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন বেক্সিমকো ৭২ কোটি ২০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ফার্মা ৪০ কোটি ৩৪ লাখ টাকা, সী পার্ল বিচ ৩৭ কোটি ৪৩ লাখ টাকা, আনোয়ার গ্যালভানাইজিং ৩৫ কোটি ৪০ লাখ টাকা, ইস্টার্ন হাউজিং ৩২ কোটি ৩১ লাখ টাকা, ইন্ট্রাকো ৩০ কোটি ৪৮ লাখ টাকা, জেএমআই হসপিটাল ২৭ কোটি ৬৪ লাখ টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ২৪ কোটি ৭০ লাখ টাকা, বিডি কম ২৩ কোটি ১৩ লাখ টাকা এবং এডিএন টেলিকম ২০ কোটি ১২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

আরও পড়ুনঃ  নির্বাচন একপাক্ষিক ও পাতানো ছিল: টিআইবি

অপরদিকে, সিএসইতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ১৯ কোটি ৬৫ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবস মঙ্গলবার ২০ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০১টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪৮টি, কমেছে ৪৩টি এবং পরিবর্তন হয়নি ১১০টির। এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ২৪ দশমিক ২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৭৭ দশমিক ৯৭ পয়েন্টে।

সিএসই-৫০ সূচক দশমিক ৪৮ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৯ দশমিক ৩৯ পয়েন্ট এবং সিএসসিএক্স সূচক ১৪ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩৪৩ দশমিক ৮৬ পয়েন্টে, ১৩ হাজার ৩১৫ দশমিক ২৫ পয়েন্টে এবং ১১ হাজার ১৯৩ দশমিক ৬৩ পয়েন্টে। এছাড়া সিএসআই সূচক দশমিক ৮৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৯৩ দশমিক ৩৭ পয়েন্টে।

এদিন সিএসইতে এডিএন টেলিকমের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন  এডিএন টেলিকম ৫ কোটি ৭১ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে এইচ আর টেক্সটাইল ৩ কোটি ৬৬ লাখ টাকা, সী পার্ল বিচ ১ কোটি ৯ লাখ টাকা, আনোয়ার গ্যালভানাইজিং ৭১ লাখ টাকা, জেএমআই হসপিটাল ৭০ লাখ টাকা, বেক্সিমকো ৬৪ লাখ টাকা, জিএসপি ফাইন্যান্স ৬২ লাখ টাকা, ওরিয়ন ফার্মা ৫৯ লাখ টাকা এবং বিডি কম ৪৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

Print Friendly, PDF & Email

সংবাদটি শেয়ার করুন