সমাজের অবহেলিত তৃতীয় লিঙ্গের মানুষদের কাজের সুযোগ করে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলো দেশের অন্যতম বৃহৎ সুপারশপ ‘স্বপ্ন’। সোমবার (২০ এপ্রিল) বিকেলে স্বপ্নর প্রশাসন বিভাগ থেকে নয়জনকে নিয়োগপত্র হাতে তুলে দেওয়া হয়েছে।
‘স্বপ্ন’ এর নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির জানান, তৃতীয় লিঙ্গের হলেও তারা আমাদের সমাজেরই মানুষ। শিক্ষিত, স্বাবলম্বী মানুষ হিসেবে বেড়ে উঠার পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রে কাজ করার অধিকার তাদের রয়েছে। অথচ বর্তমানে তাদের মধ্যে অনেকে কাজের সুযোগ পাচ্ছেন না। তাই ‘স্বপ্ন’ এবার তাদের পাশে দাঁড়ালো।
সদ্য নিয়োগপত্র হাতে পাওয়া তৃতীয় লিঙ্গের নয়জন নতুন কর্মীর মধ্যে একজন জানান, এর আগে অনেক জায়গায় কাজের চেষ্টা করলেও কাজ মেলেনি। ‘স্বপ্ন’ আমাদের যে সুযোগ করে দিলো তা সত্যিই ভালোলাগার মত। নিয়োগপত্র হাতে পেয়ে সত্যি আমি খুবই আনন্দিত। স্বপ্নে ভালোভাবে কাজ করে আমি আরও সামনে এগিয়ে যেতে চাই।
উল্লেখ্য, সুপার ব্র্যান্ড শপ ‘স্বপ্ন’তে অটিস্টিক বা প্রতিবন্ধী মানুষদের নিয়োগ দিয়েছে। এছাড়া এ প্রতিষ্ঠানে অটিস্টিক বা প্রতিবন্ধী মানুষদের জন্য ১০ ভাগ কোটা রয়েছে।
আনন্দবাজার/শাহী