শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

মুম্বাইয়ের বহুতল ভবনে আগুনে নিহত ৭

মুম্বাইয়ের একটি বহুতল ভবনে আগুনে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। শনিবার (২২ জানুয়ারি) দিল্লিভিত্তিক এনডিটিভির খবর বলছে, ২১তলাবিশিষ্ট আবাসিক ভবনটি মুম্বাইয়ের তারদেও অঞ্চলের গওয়ালি ট্যাংকের গান্ধী হাসপাতালের বিপরীতে অবস্থিত।

সকাল সাতটায় সেখানে আগুন লেগে যায়। ভয়াবহ এ আগুনে এখন পর্যন্ত ১৫ জন আহত হয়েছেন। ভবনের ১৮তলায় আগুনের সূত্রপাত বলে জানা গেছে।

ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা গেছে, অগ্নিকাণ্ড থেকে কুণ্ডলী পাকানো আগুন আকাশের দিকে উঠছে। ভবনটি দাউ দাউ করে জ্বলছে।

মুম্বাইয়ের মেয়র কিশোরী পেডনেকার বলেন, অগ্নিকাণ্ডে আহত ছয় বৃদ্ধকে অক্সিজেন সহায়তা দিতে হয়েছে। তাদের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আসলেও বিপুল ধোঁয়া ছড়িয়ে পড়ছে।

আগুনে আটকেপড়া সবাইকে উদ্ধার করা হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

একটি ভিডিও শেয়ার করে বিজেপি নেতা প্রীতি গান্ধী বলেন, সচরাচর যেসব অজুহাত দেওয়া হয়, এবারও তাই দেওয়া হচ্ছে। মানুষের যখন প্রাণহানি ঘটছে, তখন ঘটনার ন্যায্যতা দিতে খোঁড়া যুক্তি দাঁড় করানো হচ্ছে।

আনন্দবাজার/শহক

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  বিমানবন্দরে যাত্রীর চুরি করা টাকা গিলে ফেললেন বিমানকর্মী!

সংবাদটি শেয়ার করুন