শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

দুর্ভিক্ষের কবলে পড়তে যাচ্ছে আফগানিস্তান

চরম খাদ্য সংকটে পড়েছে আফগানিস্তান। এতে দিন দিন হাসপাতালগুলোতে ভয়াবহ আকারে বাড়ছে অপুষ্টির শিকার শিশুর সংখ্যা। দেশটি খুব শিগগিরই দুর্ভিক্ষের কবলে পড়তে যাচ্ছে বলে সতর্ক করেছে বিশ্ব খাদ্য সংস্থা।

চরম খাদ্য সংকটে পড়েছে আফগানিস্তান। এতে দিন দিন হাসপাতালগুলোতে ভয়াবহ আকারে বাড়ছে অপুষ্টির শিকার শিশুর সংখ্যা। দেশটি খুব শিগগিরই দুর্ভিক্ষের কবলে পড়তে যাচ্ছে বলে সতর্ক করেছে বিশ্ব খাদ্য সংস্থা।

এর মধ্যেই ইউনিসেফকে সঙ্গে নিয়ে সংস্থাটি আফগানিস্তানে শুরু করেছে পোলিও টিকাদান কর্মসূচি। এদিকে, দেশটির ৪৪ প্রদেশে নতুন গভর্নরদের নিয়োগ দিয়েছে তালেবান সরকার।

কাবুলের ইন্দিরা গান্ধী শিশু হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, গেল বছরের চেয়ে কয়েক গুণ বেড়েছে অপুষ্টিজনিত রোগীর সংখ্যা।

এদিকে, লাখ লাখ আফগান দুর্ভিক্ষের কবলে পড়তে পারে বলে সতর্ক করেছে বিশ্ব খাদ্য সংস্থা। দেশটির অন্তত ৬০ ভাগ মানুষ ভুগছে খাদ্য সংকটে। বিশ্ব ব্যাংকের তথ্যমতে, দেশটিতে জিডিপির প্রায় ৪০ শতাংশ আন্তর্জাতিক সাহায্য। নতুন তালেবান সরকার আসার পর কমে গেছে সাহায্যের পরিমাণ। তালেবানের হাতে ক্ষমতা যাওয়ার পর থেকেই অর্থনৈতিক সংকট দিন দিন প্রকট হচ্ছে। এছাড়া শীতে মানবিক সহায়তার ওপর নির্ভরশীল আফগানদের আরো হুমকির মধ্যে পড়তে হবে বলেও সতর্ক করেছে বিশ্ব খাদ্য সংস্থা।

আনন্দবাজার/শহক

আরও পড়ুনঃ  সুতার দামে অস্বস্তি

সংবাদটি শেয়ার করুন