শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

পৃথিবীর সবচেয়ে দামি হাতঘড়ি বিক্রি

পেটক ফিলিপ্পির ব্যান্ডের একটি হাতঘড়ি ৩১.১ মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি করেছে সুইজারল্যান্ডের ঘড়ি কোম্পানি। যা এ যাবত কালের সবচেয়ে ব্যয়বহুল হাতঘড়ি।

ঘড়িটির বেল্টগুলো স্টেইনলেস স্টিল দ্বারা নির্মিত। ঘড়ির ভেতরের প্লেটটি ১৮ ক্যারেটের গোলাপি ও কাঁটাগুলো কালো রঙয়ের স্বর্ণ দ্বারা নির্মিত। এছাড়া ঘড়িটিতে এক সঙ্গে দুইটি অঞ্চলের সময় দেখা যাবে। এ দিকে ঘড়িতে রয়েছে কুমিরের চামড়াও।

শনিবার (৯ নভেম্বর) সুইজারল্যান্ডের জেনেভাতে নিলামের জন্য তোলা হয় দ্যা গ্র্যান্ডমাস্টার ছিম ৬৩০০এ-০১০ মডেলের ঘড়িটি। এ সময় ঘড়িটি ৩১.১ মিলিয়ন ডলার দামে কিনে নেন এক ক্রেতা।

ঘড়িটির বিক্রিত সকল অর্থ ডুচেন মাসকুলার ডিসস্ট্রফির গবেষণায় ব্যয় করা হবে বলে জানায় পেটক ফিলিপ্পি কোম্পানি।

উল্লেখ্য, ২০১৭ সালে পৃথিবীর সবচেয়ে দামি ঘড়ি হিসেবে ১৭ মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি হয় রোলেক্স ডাইটাওনের। আর তাকে টপকে সবচেয়ে দামি ঘড়ির খেতাবটি ছিনিয়ে নিল পেটক ফিলিপ্পির ব্যান্ডের ঘড়িটি।

 

 

আনন্দবাজার/ইউএসএস

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  জ্বর নিয়ে চীন থেকে আসায় যাত্রীকে হাসপাতালে ভর্তি

সংবাদটি শেয়ার করুন