শুক্রবার, ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় আক্রান্ত জাপানের শীর্ষ সুমো কুস্তিগীর

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাপানের শীর্ষ সুমো কুস্তিগীর হাকুহো। জাপানের সুমো অ্যাসোসিয়েশন ( জেএসএ) জানিয়েছে, গন্ধের অনুভূতি হারিয়ে যাওয়ার পর মঙ্গোলিয়ায় জন্ম নেওয়া এ কুস্তিগীর করোনা শনাক্তে পরীক্ষা করেছেন।

বিবিসি জানায়, এমন এক সময়ে হাকুহোর দেহে প্রাণঘাতী ভাইরাসের অস্তিত্ব মিলল যখন শনাক্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় রাজধানী টোকিও এবং এর আশপাশে জরুরি অবস্থা ঘোষণার কথা সক্রিয়ভাবে বিবেচনা করছে জাপান।

কিছু দেশের তুলনায় জাপানে সংক্রমণের মাত্রা বেশি হলেও দেশটিতে এখন পর্যন্ত বিধিনিষেধ তুলনামূলক বেশ শিথিল। মহামারী করোনা পরিস্থিতির মধ্যেও দেশটিতে সুমো কুস্তির মতো বিভিন্ন খেলাধুলা চালু ছিল। যে কারণে করোনায় আক্রান্ত হয়েছেন খেলোয়াড়দের মধ্যে অনেকে।

এর আগে গত বছরের মে মাসে ২৮ বছর বয়সী এক জাপানি সুমো কুস্তিগীর করোনাভাইরাসের কারণে অঙ্গপ্রত্যঙ্গ অকেজো হয়ে মারা যান।

দীর্ঘ সময় ধরে জাপানের সুমো কুস্তিতে শীর্ষস্থান ধরে রাখা ৩৫ বছর বয়সী হাকুহো নিউ ইয়ার গ্র্যান্ড সুমো টুর্নামেন্টে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। আগামী রবিবার থেকে টোকিওতে ওই টুর্নামেন্টটি শুরু হওয়ার কথা রয়েছে।

করোনায় আক্রান্ত হওয়ায় হাকুহোকে এখন বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী চলতে হবে। জেএসএ জানিয়েছে, তার শিবিরের অন্য কুস্তিগীরদের দেহেও ভাইরাসের উপস্থিতি পরীক্ষা করে দেখা হবে।

আনন্দবাজার/টি এস পি

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  মদ পানে কেটে যায় করোনা: রাশিয়া

সংবাদটি শেয়ার করুন