শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাশিয়ার তৈরি সবগুলো টিকাই কার্যকর : পুতিন

রাশিয়ার তৈরি সবগুলো টিকাই কার্যকর বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল মঙ্গলবার সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে এ দাবি করেন পুতিন।

তিনি বলেন, ইতোমধ্যে রাশিয়ায় দুটি নিবন্ধিত টিকা রয়েছে। টিকাগুলো ব্যবহারের পর কোনো গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি বলে নিশ্চিত করেছে গবেষণা। আর সব ক’টি টিকাই নিরাপদ।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, গত সোমবার যুক্তরাষ্ট্রভিত্তিক ওষুধ কোম্পানি ফাইজার ও জার্মান কোম্পানি বায়োএনটেক তাদের টিকা ৯০ শতাংশের বেশি কার্যকর বলে ঘোষণা দেয়। সেই ধারাবাহিকতায়ই এবার রাশিয়াও তাদের টিক নিরাপদ বলে দাবি করলো।

এসসিও সম্মেলনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, রাশিয়ার শিগগিরই করোনাভাইরাসের তৃতীয় টিকার নিবন্ধন দেবে। তিনি জানান এছাড়া এ বিষয়ে মস্কো অন্যান্য দেশকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। এ প্রক্রিয়াকে রাজনৈতিকীকরণ না করারও আহবান জানিয়েছেন তিনি।

এর আগে গত আগস্টে ‘স্পুটনিক-৫’ নামে করোনাভাইরাসের প্রথম নিবন্ধিত টিকার ঘোষণা দিয়েছিল রাশিয়া। এরপর অক্টোবরের মাঝামাঝি ‘এপিভ্যাককরোনা’ নামে আরেকটি টিকার ঘোষণা দেয় দেশটিতে।

আনন্দবাজার/টি এস পি 

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  বাংলাদেশ রেলে ভ্লাদিমির পুতিন!

সংবাদটি শেয়ার করুন