রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

তালেবান হামলায় ২০ আফগান সেনা নিহত

শান্তি ফেরাতে আফগানিস্তানে আলোচনা চলছে। এরই মধ্যে গতকাল শুক্রবার রাতে দেশটির সেনা ছাউনিতে তালেবানের হামলায় অন্তত ২০ সেনা নিহত হয়েছেন। আফগানিস্তান কর্তৃপক্ষ জানিয়েছে, সেখান থেকে গোলা-বারুদ লুট করা হয়েছে।

আফগানিস্তানের টোলো নিউজ সূত্রের খবর, শুক্রবার মধ্যরাতে শাখ-ই-বালা-কাস্ক এলাকার সেনা ছাউনিতে অতর্কিতে হামলা চালায় তালেবান। দু’পক্ষের মধ্যে তুমুল লড়াই হয়। ২০ জন আফগান সেনার পাশাপাশি ১২ তালেবান সদস্যও নিহত হয়েছেন।

ফারহা প্রদেশের সরকারি কর্মকর্তা দাদুল্লাহ কোয়ানি বলেন, সোরে শামলা এলাকায় সেনার সঙ্গে জঙ্গীদের সংঘর্ষ চলছিল। সেই সংঘর্ষ সামাল দেওয়ার চেষ্টা চালানো হচ্ছিল। সেই সুয়োগে সেনা ছাউনিতে হামলা করে তালেবান। হামলার দায় স্বীকার করেছে তালেবান।

আফগানিস্তানে শান্তি ফেরাতে গত সেপ্টেম্বরে কাতারের রাজধানী দোহায় আফগানিস্তানের সরকার ও তালিবানের মধ্যে শান্তি আলোচনার আনুষ্ঠানিক সূচনা হয়। তবে ওই আলোচনা বেশি দূর এগোতে পারেনি। বিশেষজ্ঞরা জানান, এই হামলা আলোচনায় বাধা হতে পারে।

আনন্দবাজার/টি এস পি

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  পদত্যাগের ঘোষণা দিয়েছেন মার্কিন অ্যাটর্নি জেনারেল

সংবাদটি শেয়ার করুন