রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

ঘোড়ায় চড়ে আলোচনায় কিম জং উন

কিম জং সম্পর্কে তেমন কিছু নতুন করে বলার নেই । বারবারই সংবাদ শিরোনামে উঠে আসেন তার বেপোরোয়া নিউক্লিয়ার মিসাইল চালানোর জন্য । তবে এবারের বিষয়টা অন্যরকম । এবারও তিনি সংবাদের শিরোনামে । কিন্তু কোন বেপোরোয়া হামলার জন্য নয় । ঘোড়া ছুটিয়ে দৌড়ানোর জন্য ।

উত্তর কোরিয়ার এই নেতা তার দেশের বরফ ঢাকা সর্বোচ্চ পর্বত মাউন্ট পিকতুতে দবদবে সদা ঘোড়া দৌড়াচ্ছেন । সদা ঘোড়াটি যেন দেখতে পক্ষিরাজ । আর এই ঘোড়ায় চড়া ছবিই এখন ভাইরাল ।

অনেকের ধারনা মতে, সাধারনত বড় ধরনের কোন ঘোষনা আসার পূর্বে এমন ঘটনা ঘটতে দেখা যায় । এছড়া এই পাহাড়টি উত্তর কোরিয়ার পরিচয় তুলে ধরার ক্ষেত্রে এক বিশেষ প্রতীক হিসেবে ধরা হয় । পাহাড়ের এই অঞ্চলটি কিম জং-উনের পিতার জন্মস্থান বলে খ্যাতি রয়েছে ।

গত বুধবার উত্তর কোরিয়ার সংবাদ সংস্থার প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, পিকতু পর্বতে ঘোড়ায় চড়ে নেতা কিমের ছুটে চলা কোরিয়া বিপ্লবের ইতিহাসে অনন্য এক গুরুত্ব বহন করে। আস্থার সাথে উত্তর কোরিয়ার সবচেয়ে শক্তিশালী করে গড়ে তোলার লক্ষ্য কঠোর সংগ্রামের পথ পাড়ি দেয়ার কথা । আর এই পথে পিকতুর মতো অবিচলও থাকবেন ।

আনন্দবাজার/ফাহির

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  আসামে দেশহীন ৪০ লাখ মানুষ: ঢাকার সাথে প্রত্যাবাসন চুক্তি চায় দিল্লি

সংবাদটি শেয়ার করুন