বৃহস্পতিবার, ২৫শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

ফের নিউজিল্যান্ডে করোনার সংক্রমণ

১০২ দিন করোনামুক্ত থাকার পর আবারও নিউজিল্যান্ডে করোনা রোগী শনাক্ত হয়েছে। করোনাভাইরাস ছড়িয়ে পড়া দেশগুলোর মধ্যে সবার আগে করোনামুক্ত হয়েছিল নিউজিল্যান্ড। তবে আবারও নতুন করে করোনা সংক্রমণের খোঁজ পেয়ে নিউজিল্যান্ডের গুরুত্বপূর্ণ শহর অকল্যান্ডে লকডাউন ঘোষণা করা হয়েছে।
দেশটির প্রধানমন্ত্রী জেসিকা আরদ্রেন জানান, আজ বুধবার দুপুর থেকে তৃতীয় পর্যায়ের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এই শহরের উপরে। এই নিষেধাজ্ঞা আগামী তিনদিন চলবে বলে জানা গেছে। নিষেধাজ্ঞা চলাকালীন ওই শহরের স্কুল সহ সকল কর্মক্ষেত্র বন্ধ থাকবে। এবং শহরটিতে বাইরে থেকে কেউ প্রবেশ করতে পারবে না।
ডিরেক্টর জেনারেল অফ হেলথ অ্যাশলে ব্লুমফিল্ড জানান, অকল্যান্ডে একই পরিবারের চারজন ব্যক্তির সংক্রমিত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে একজনের বয়স ৫০ এর বেশি। পাশপাশি বিদেশে যাওয়ার কোন ইতিহাস তাদের নেই। কিভাবে তারা সংক্রমিত হলেন তা জনার চেষ্টা করা হচ্ছে। এছাড়াও তাদের সংস্পর্শে যারা এসেছিলেন, তাদের চিহ্নিত করার কাজ চলছে দ্রুততার সাথে।
আনন্দবাজার/ টি এস পি
Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ‘বাংলাদেশ রোড’ নির্মিত হলো দক্ষিণ সুদানে

সংবাদটি শেয়ার করুন