শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

ভয়ংকরভাবে জেগে উঠেছে মাউন্ট সিনাবাং

ভয়ংকরভাবে জেগে উঠেছে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের মাউন্ট সিনাবাং আগ্নেয়গিরি। ইতোমধ্যে ধোঁয়ায় অন্ধকার নেমে এসেছে আশপাশের এলাকায়। উপরের দিকে প্রায় পাঁচ হাজার মিটার উচ্চতা পর্যন্ত ধোঁয়া উঠে যাওয়ায় চারপাশে ধ্বংসস্তূপের মতো ছড়িয়ে পড়েছে ছাই। এতে করে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

ওই এলাকার এক বাসিন্দা রয়টার্সকে জানিয়েছেন, ৩০ সেকেন্ড ধরে শুধু বজ্রপাতের মতো আওয়াজ হয়েছে এখানে।

ইন্দোনেশিয়ার আগ্নেগিরি ও ভূতাত্ত্বিক গবেষণা কেন্দ্র বলেছেন, এ বিস্ফোরণে কোনো হতাহত বা আহত হয়নি। বিস্ফোরণের গর্তের মুখ থেকে মানুষজনকে কমপক্ষে ৫ কিলোমিটার দূরে থাকতে বলা হয়েছে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, সোমবার (১০ আগস্ট) সকাল থেকে আগ্নেয়গিরি ভয়াবহ আকার ধারণ করে। এর আগে সুমাত্রা দ্বীপের এই আগ্নেয়গিরি ২০১০ সাল থেকে জেগে ওঠে। তবে মাউন্ট সিনাবাং সবচেয়ে ভয়ংকর রূপ প্রত্যক্ষ করে ছিল ২০১৬ সালে। আবার সম্প্রতি সেই রূপেই ধারণ করছে।

আনন্দবাজার/এম.কে

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ইন্দোনেশিয়া ভ্রমণে ২০টি দেশ ভিসামুক্ত প্রবেশ সুবিধা পাচ্ছে

সংবাদটি শেয়ার করুন