শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

তিন দিনের বৃষ্টিতে পাকিস্তানে ৬৪ জন নিহত

পাকিস্তানে টানা তিন দিনের ভারি বর্ষণে কারণে বন্যা সৃষ্টি হয়েছে। এতে দেশটিতে মারা গেছেন কমপক্ষে ৬৪ জন এবং নিখোঁজ রয়েছেন বহু মানুষ। কাতার ভিত্তিক আল জাজিরার খবরে বলা হয়, পাকিস্তানে ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত বসতবাড়ি।

দেশটির জাতীয় দুর্যোগ মোকাবেলা কর্তৃপক্ষ জানিয়েছে, সব থেকে ভয়াবহ অবস্থায় আছে খাইবার পাখতুনখাওয়া প্রদেশ। সেখানে বন্যায় ১৯ জনের মারা গেছেন। এছাড়াও সিন্ধু ও পাঞ্জাবেও বন্যা পরিস্থিতি চরম আকার ধারণ করেছে বলে জানানো হয়েছে। ইতোমধ্যে বন্যা পরিস্থিতি সামাল দিতে নেমেছে পাক সেনাবাহিনী।

বেলুচিস্তান প্রদেশের দুর্যোগ মোকাবেলা কর্তৃপক্ষের মুখপাত্র ইউনুস আজিজ বলেন, শুধু বেলুচিস্তানেই এক ডজনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। এখানকার ব্রিজ ও হাইওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও গোয়াদার বন্দর বিচ্ছিন্ন হয়ে গেছে।

আল জাজিরা জানিয়েছে, বৃষ্টি হলেই প্রতি বছর পাকিস্তানের প্রধান শহরগুলো এ ধরণের জলাবদ্ধতা ও বন্যার সৃষ্টি হয়। আর এজন্য দেশটির অব্যবস্থাপনা ও দুর্বল পরিকল্পনাকে দায়ী করা হয়েছে।

আনন্দবাজার/এম.কে

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  তুরস্কে নৌকাডুবিতে বাংলাদেশিসহ নিহত ৬

সংবাদটি শেয়ার করুন