শুক্রবার, ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে একদিনে করোনায় আক্রান্ত ৬৫ হাজার, মৃত্যু ৮৭০

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে ভারতে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেশটিতে প্রতিদিন গড়ে ৫০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। ভারত করোনাভাইরাসের নতুন হটস্পটে পরিণত হয়েছে। গত তিনদিন টানা দেশটিতে প্রতিদিন আক্রান্ত ৬০ হাজারের ওপরে রয়েছে।

দ্য হিন্দুর রোববার সকালের লাইভ আপডেট অনুযায়ী, এখন পর্যন্ত দেশটিতে করোনা শনাক্ত দাঁড়িয়েছে ২১ লাখ ৫৩ হাজার ৯৩২ জনে। এবং মারা গেছেন ৪৩ হাজার ৪৭৫ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা শনাক্ত হয়েছে প্রায় ৬৫ হাজার। এবং মারা গেছেন ৮৭০ জনের বেশি।

করোনা আক্রান্তের দিক থেকে ভারত এখন বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে। প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র এবং ব্রাজিল। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর দিক দিয়ে ভারতের অবস্থান পঞ্চম।

আনন্দবাজার/টি এস পি

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ শপিংমল ও বাণিজ্য বিতান

সংবাদটি শেয়ার করুন