শুক্রবার, ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বের চতুর্থ ধনী মুকেশ আম্বানি

বিশ্বের ধনীদের তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছেন ভারতের রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানি। বার্কশায়ার হ্যাথাওয়ের সিইও ওয়ারেন বাফেটকে পিছনে ফেলে এই স্থান দখল করেছেন তিনি।

এর আগে গত ১০ জুলাই বিশ্বের সপ্তম ধনীতম ব্যক্তি ছিলেন আম্বানি। আজ শনিবার ব্লুমবার্গ বিলিনিয়ারসের তালিকা অনুযায়ী, এই ভারতীয়র সম্পত্তির মূল্য ৮০.৬ বিলিয়ন ডলার দাঁড়িয়েছে।

অথচ গত জুলাই মাসের ২৩ তারিখে তিনি ছিলেন পঞ্চম স্থানে। মাত্র ১০-১২ দিনের মধ্যে আরও এক ধাপ উঠে এসেছেন মুকেশ আম্বানি। এখন তার আগে আর মাত্র তিনজন (জেফ বেজস, বিল গেটস ও মার্ক জাকারবার্গ) রয়েছেন। এই তিন জনের সম্পত্তির পরিমাণ যথাক্রমে ১৮৭ বিলিয়ন, ১২১ বিলিয়ন ও ১০২ বিলিয়ন ডলার।

লকডাউনের বাজারে যখন বিভিন্ন শিল্প-কারখানায় তালা ঝুলছে ঠিক তখনই পাট গোটাচ্ছে বিভিন্ন সংস্থা। এ সময় উল্টো চিত্র দেখিয়েছে রিলায়েন্সও। জিও-তে একের পর এক বিনিয়োগ এসে ছিল। ফেসবুক, গুগলসহ একাধিক সংস্থা রিলায়েন্সের শেয়ার কিনেছে। ফলে একদিকে যেমন সংস্থার মূলধন বৃদ্ধি পেয়েছে, তেমনই বৃদ্ধি পেয়েছে শেয়ার মূল্যও। আর সেই কল্যাণেই সম্পদ বৃদ্ধি পেয়েছে মুকেশ আম্বানিরও।

আনন্দবাজার/এম.কে

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  বাণিজ্য আলোচনা শুরু করতে যাচ্ছে আমেরিকা-চীন

সংবাদটি শেয়ার করুন